আমার প্রিয় সবুজ

সবুজ (জুলাই ২০১২)

সোমা মজুমদার
  • ৬২
  • ১৪৫
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ গাছের পাতা,
রঙের তুলি ভরিয়ে দিত
আমার আঁকার খাতা।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ গভীর বন,
অরন্যের ওই হাতছানিতে
উদাস হত মন।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ খেলার মাঠ,
দুই ধারেতে স্নিগ্ধ নদী
শান বাঁধানো ঘাট।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ নরম ঘাস,
টিপ টিপ টিপ বৃষ্টি পড়ে
সিক্ত শ্রাবন মাষ।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ বটের ছায়া,
সেই ছায়া তে রয়েছে বসে
একাকী এক কায়া।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ নদীর জল,
শিশির বিন্দু ফুলের ওপর
করতো টলমল।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ বাঁশের ঝাড়,
রাজ হংস জলের মঝে
হংসী পুকুর পাড়।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ পোষা টিয়া,
সকাল সন্ধ্যে ডাকত আমায়
হিয়া আমার হিয়া।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ বাতির আলো,
দুঃখ ঘেরা জীবন পথে
প্রদীপ শিখা জ্বালো।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ পরশ মাখা,
প্রজাপতি দলে দলে
মেলত রঙিন পাখা।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ স্বপ্ন চোখে,
রুম ঝুম ঝুম নূপুর হয়ে
বাজত আমার বুকে।
সবুজ ছিল ভীষণ প্রিয়
সবুজ ভালবাসা,
হাজার ব্যথার মাঝেও তবু
থাকতো বাঁচার আশা।
সেই সবুজ আজ হারিয়ে গেছে
রঙ হয়েছে শেষ,
তবুও আছে হৃদয় জুড়ে
সবুজ রঙের রেশ।
সবুজ আছে আজও প্রিয়
সবুজ নানান স্মৃতি,
ছড়িয়ে দিলাম সবার বুকে
স্নিগ্ধ সবুজ প্রীতি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পুলক বিশ্বাস সবুজের সমারোহে অবুঝের মতোই ভালো লাগলো।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) খুব সুন্দর ১ টা কবিতা , সবুজের সমারহে মন হারালাম , বেশ সুন্দর।
সরল আহমেদ চমত্কার ছন্দের একটা সবুজ কবিতা পড়লাম, ভীষণ ভালো লাগলো
মোহসিনা বেগম সবুজ ছিল ভীষণ প্রিয় সবুজ স্বপ্ন চোখে, রুম ঝুম ঝুম নূপুর হয়ে বাজত আমার বুকে।------- মন মাতানো কবিতা।
মামুন ম. আজিজ ছোট ছোট কথায় কি সন্দুর সবুজ তৃপ্তি এনে দিলে প্রাণে
তানি হক ছন্দের তালে মুগ্ধ হলাম ...অনেক অনেক শুভকামানা
পন্ডিত মাহী কবিতার জন্য কবি-মন খুলে দিতে হবে। আশা রাখি কবি আরো গভীরে গিয়ে কবিতা বোধ খুঁজে নেবে।
সেলিনা ইসলাম N/A সবুজকে নিয়ে অসাধারণ সব অনুভূতি -ভাল লাগল ছন্দময় কথামালা ।শুভকামনা কবি

০৯ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "প্লেন ক্র্যাশ”
কবিতার বিষয় "প্লেন ক্র্যাশ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ আগষ্ট,২০২৫